নিজস্ব প্রতিবেদন
মির্জা তুষার আহমেদ
নওগাঁ বাটার মোর ব্রীজের মোড় ও তাজের মোড় সহ গোস্ত হাটির মোড় এ যেন এক আতঙ্কিত শহরবাসী। সকাল ৯ টা থেকে রাত ৯/১০ টা পর্যন্ত প্রতিদিন জনগন চূড়ান্ত ভোগান্তির শিকার। নওগাঁর অধিকাংশ রাস্তায় সামান্য বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি উঠে এবং খানাখন্দে ভরা এবং রাস্তায় রিক্সা ভ্যান সহ প্রতিটি যানবাহন ও যাত্রী যত্রতত্র খানাখন্দে ও গর্তে পড়ে ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে শহরবাসী
ছাত্র/ছাত্রী স্কুল কলেজে সময় মত কখনোই পোঁছতে পারেনা। যানজটের কারণে বাসা থেকে এক দেড় ঘন্টা আগে স্কুল কলেজ কর্মস্থলের উদ্দেশ্য রওনা দিতে হয় তাও যথাযথ সময়ে পৌঁছাতে পারেন না। হাসপাতালে কোন মুমূর্ষ রোগীকে তৎক্ষণিক নিয়ে যেতে চাইলে গোস্তো হাটির মোড়ে রোগীর বেহাল দশাই পড়তে হয়।গোস্ত হাটির মোড়ে রাস্তা সংকীর্ণ হওয়ায় ও রাস্তার ফুটপাতে দোকান পাটের বেহাল অবস্থা এবং অটো চার্জারের ষ্টান্ড না হওয়াতে এমন যানজট প্রতিদিনের জনজীবনে দুর্ভোগে চরম পর্যায়। এই যানজট থেকে মুক্তি পেতে নওগাঁ শহরবাসী অনেক দিনের চাওয়া।এই যানজট মুক্ত পরিবেশের জন্য স্হানীয় সরকার মেয়র ও এমপি মহোদয়দের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নওগাঁ শহরকে যানজট মুক্ত শহর করার জন্য নওগাঁ শহরবাসীর সময়ের দাবি।