আরিফুল ইসলাম মিলন: মেহেরপুর সদরে বন্ধু মহল সংগঠনের সকল সদস্য ও সম্মানিত উপদেষ্টা মন্ডলি গণের সার্বিক সহোযগিতায় “বন্ধু মহল” উত্তরপাড়া রাজাপুর এর পক্ষ থেকে মহল্লার অসহায় দরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ২৭টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার সময় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন “বন্ধু মহল” স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি
সভাপতি মোঃ রকিবুল ইসলাম (রিংকু)সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান,সংগঠনের সম্মানিত উপদেষ্টা
মোঃ কামরুজ্জামান মিন্টু, এস কে তৌহিদুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম দূর্জয়, মোঃ আব্দুল মতিন সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত সংগঠনে ৪ জন উপদেষ্টা ও ১৫ জন সদস্য রয়েছে এবং সকল সদস্যদের নিয়ে সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতে সংগঠনের আরও প্রসার বাড়িয়ে দরিদ্র জন গোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। আমরা সকলের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।