মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মাদক মামলায় স্ত্রীর যাবজ্জীবন এবং স্বামীকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৮ জুন) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান দুই আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের পরিদর্শক তানভির আহমেদ জানান।
যাবজ্জীবন দণ্ড পাওয়া লিলি বেগম (৪০) ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বকুল সিকদারের স্ত্রী। চার বছরের দণ্ড পাওয়া বকুল সিকদার (৪৬) একই গ্রামের কালু সিকদারের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, গোপন খবর পেয়ে ২০১৫ সালের ২৮ নভেম্বর ঘাটাইলের সিংগুরিয়া গ্রামে লিলি বেগমের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ লিলিকে এবং ১৫ গ্রাম হেরোইনসহ বকুলকে গ্রেপ্তার করা হয়।
ওই দিন ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
তদন্ত শেষে ঘাটাইল থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার লিলি ও বকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ে লিলিকে যাবজ্জীবন এবং তার স্বামী বকুলকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদেরকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলেও জানান পিপি।