মেহেদী হাসানঃ-ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের কৃতি সন্তান আতিকুর রহমান একই সাথে ৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে বিজয় হয়েছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার সহকারী উত্তীর্ণ হয়ে নিজের স্থান দখল করে নিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ মেধাবীদের তালিকায়। শিক্ষার্থী আতিকুর রহমানের পিতা ডাঃ জিয়াউর রহমান জসিম, মাতা হাসিনা বেগম, আর অন্য আরেক ভাই মেডিকেল শিক্ষার্থী ডাঃ নাজিউর রহমান এবং তার দাদা ডাক্তার হামিদুর রহমান। পারিবারিক সূত্রে জানা যায়,শৈশব কাল থেকে আতিকুর রহমান যথেষ্ট ডানপিটে ও মেধাবী ছিলেন। অষ্টম শ্রেণি জেএসসি পরীক্ষায় এ প্লাস, এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস এ বছর এইচএসসি পরীক্ষাও গোল্ডেন প্লাস পেয়ে এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখিয়েছেন নতুন আরেক চমক। আতিকুর রহমানের এই সফলতাকে তাহার শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী দেখছে নতুন আরেক স্বপ্ন, দেখছে আরেক নতুন বাংলাদেশ। উল্লেখ্য আতিকুর রহমান ২০০৫ সালে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর উদ্দিনের জন্মগ্রহণ করেন।।