নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত ভি আই পি জামাই নাটকটি দর্শকদের ভালবাসায় মিলিয়ন ভিউ এর মাইল ফলক অতিক্রম করেছে। ভি আই পি জামাই নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকটিতে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শিরীণ আলম, ইমরান আজান, এস আই শহীদ, ইমরান হাসো, সুমাইয়া, মাদুদ রানা, মৌমিতা, সুমন হোসেন সহ আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন স্বনামধন্য প্রযোজক সঞ্জিত সরকার ও চিত্রগ্রহণের কাজটি করেছেন মশিউর রহমান। ভি আই পি জামাই নাটক সম্পর্কে পরিচালক রাজ্জাক রাজ বলেন, গল্পটা পুরাই রোমান্টিক কমেডি ধাচের। সাদিয়া জাহান প্রভার চরিত্রটি বাংলা সিনেমার নায়িকা শাবনুর আপুর মতো- কখনো গাছে চড়ে, কখনো পানিতে ভেজে, কখনো আবার দুষ্টুমি-পাগলাম, আবার কখনো অনেক বেশি রোমান্টিক। আর যাহের আলভী দুবাই ফেরত প্রবাসী। দুবাইতে থাকা অবস্থায় মোবাইলের মাধ্যমেই তাদের দুইজনের বিয়ে হয়। আর আলভী দুবাই থেকে ফিরে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই ঘটতে থাকে মজার মজার ঘটনা। নাটকটিতে সবাই অনেক দুর্দান্ত অভিনয় করেছেন। ভি আই পি জামাই নাটকটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টি ভি’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছিলো। আর এখন ইউটিউবেই দর্শকেরা দেখতে পাচ্ছেন এই নাটকটি।
পরিচালক রাজ্জাক রাজ তার ভি আই পি জামাই নাটকের প্রযোজক সঞ্জিত সরকার, আর টি ভি কর্তৃপক্ষ, ভি আই পি জামাই নাটকের সকল অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী, সাংবাদিকবৃন্দ এবং বাংলা নাটকের সকল দর্শকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।