জি এম মামুন নিজস্ব প্রতিনিধি
আরও নতুন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রনালয় এর অধীনে বেসরকারি টেলিভিশন হিসেবে অনুমোদন পেল গণ টেলিভিশন লিমিটেড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডভোকেট মো: আনিছুর রহমান আনিস প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রনালয় এর অধীনে বেসরকারি টেলিভিশন” গণ টেলিভিশন” প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং সম্প্রচার পরিচালনার আবেদন জমা দেওয়া হয়। রবিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৪) তারিখে গণ টেলিভিশন চুড়ান্ত ভাবে অনুমোদন পায়। বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক কোম্পানি এর ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, দেশে নতুন একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে, তিনি আরো জানান এখন থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল হিসাবে গণ টেলিভিশনের যাত্রা শুরু হবে। উদ্বোধনী থেকে বিভিন্ন বিনোদন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপন, নিউজ, সম্প্রচার সহ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ২৪ ঘন্টা সম্প্রচার করবে গণ টেলিভিশন। যার লাইসেন্স নম্বর সি- ১৯৩৭৬৫।