বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জনের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও তার ভাই ইয়ানূর রহমান (৮)।
আহতদের পরিবারের বরাতে জানা গেছে, রিপা বছর চারেক ধরে স্বামী পরিত্যক্তা। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই আছেন। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন এসিডে দগ্ধ হন।
পরিবারের অন্য সদস্য তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, এসিডে শিশু পিয়ানুর রহমানের পাসহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তিন জনের মধ্যে সেই বেশি বার্ন হয়েছে। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক অভিযান চলছে।