ডি এম আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি হাজী মার্কেটের লিটন সাউন্ড সিস্টেম ও ডেকোরেটর ঘর আগুনেপুড়ে ছাই.!! ৩০ লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দোকানে থাকা সাউন্ড সিস্টেম সহ সকল প্রকার ডেকোরেটর মালামাল পুড়ে ছাই হয়েগেছে। বুধবার (১১ জানুয়ারি ২০২৩) ভোরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারের হাজী মার্কেটে আগুন লেগে লিটন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর নামে একটি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। সুত্রে জানাগছে, রাতে বেটারি চার্জ করতো সেখান থেকে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত লিটন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের মালিক মো. লিটন জানান, ভোরে ধোঁয়ার কুণ্ডুলি দেখে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তা নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে যায়। পরে খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আনিসুজ্জামান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।