মোঃ আবু বকর সিদ্দিকী, ব্যুরো চীফ,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে চারদিন ব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী ও ১২ তম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার(১০ জানুয়ারি) বিকেলে বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ মাঠে চারদিন ব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্কাউটের কমিশনার মো. ওয়াজেদ আলী খানশুর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদত হোসেন খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান,উপজেলা একাডেমিক সুপারভাইজার আলআমিন, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল,উপজেলা স্কাউটের কমিশনার আবুল কাশেম মিয়া, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট শিক্ষকগণ।
স্কাউট সমাবেশে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২২ টি ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০টি ইউনিট অংশ গ্রহণ করে।