বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার
৬১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল হয়েছে। গত কাল বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৪ ঘটিকা হয়তে সারারাত্র ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের পূর্বে জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ হুজুরের সাক্ষাৎকার মূলক বই “আলাপে সংলাপে” মাওলানা এইউএম গোলাম বারী বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে আলহাজ্ব মাওলানা নেছার উদ্দীন এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ), শ্যামনগর থানার অফিসার ইন্চার্জ আবুল কালাম আযাদ, জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এ.ইউ.এম. গোলাম বারী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মুহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার (মেজর) মোঃ গোলাম রববানী (অব:), অত্র মাদরাসার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নান। উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন- আলহাজ্ব শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ), বিশেষ বক্তাছিলেন- ড. আব্দুস সালাম আযাদী (পরিচালক কিউএনএস একাডেমী লন্ডন) ও ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী (ভাইস প্রিন্সিপাল, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা)। এসময় আরো উপস্থিত ছিলেন “আলাপে সংলাপে” বইয়ের সম্পাদক জাকির হুসাইন, প্রকাশক ইয়াসিন মাহমুদ, অবঃপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আবু বাক্কার প্রমুখসহ এলাকা ও দুর দুরান্ত থেকে আগত ধর্মপ্রান মুর্সালি হাজারো পুরুষ /মহিলা উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওঃ নেছার উদ্দীন ( পীর সাহেব জয়নগরী)