ষ্টাফ রিপোর্টারঃ (বাবর হোসেন বাকি)
বাংলাদেশ মালিক শ্রমিকঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে গত ২৬ জুলাই শনিবার মনিহার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।৭১ সদস্য বৈশিষ্ট বিভাগীয় কমিটিতে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি, যশোর জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক,লিটন ট্রাভেলসের চেয়ারম্যান জনাব আনিসুর
রহমান লিটনকে সভাপতি ও রোকনুজ্জামান বিশ্বাস রানুকে সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়। আরো নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি হাসান ইমাম মুকুল, আফজাল হোসেন,আলি কানু, আখতারুজ্জামান,হাজী ফরিদ উদ্দিন,জহুরুল ইসলাম,মামুনুর রশিদ বাচ্চু, সরোয়ার হোসেন, আহসান হাবিব সোনা।
যুগ্ন সম্পাদক মুর্তজা হোসেন,দিদার মাহমুদ তুষার, ইসহাক হোসেন, মোঃ শাহিন, মহসিন আলি
সহ-সাধারণ সম্পাদক আব্দুস সুবহান খোকন,আবুল কালাম, বিশ্বনাথ ঘোষ বিশু,মাহাবুব হক, রিপন মোল্লা।
সাংগঠনিক সম্পাদক শাহিন কবির, সহ সংগঠনিক শহিদুল ইসলাম, মকতুল হোসেন, রবিউল ইসলাম, ওয়াহিদুজ্জামান।
প্রচার সম্পাদক হাফিজুর রহমান।সহ প্রচার সম্পাদক গোলাম মোস্তফা,জাহিদুর রহমান, খায়রুল ইসলাম লালটু,
দপ্তর সম্পাদক মোঃ হাসান।
কোষাধক্ষ্য মাসুদ রানা বাবু।
সদস্য দাউদ হোসেন রফিকুর রহমান আমিনুল হক মিজানুর রহমান সালাউদ্দিন বাবলু আব্দুর রশিদ নাজিম হোসেন আহাদুর আবুল কাশেম মোল্লা মুজিবুর রহমান আব্দুস সোবহান খোকন মোহাম্মদ এবাদুল কুতুবুদ্দিন মজনু বদরুজ্জামান তোফায়েল হোসেন ফজলুল হোসেন আলি আকবর মাহবুবুর রহমান সেলিম সুমন আসাদুজ্জামান ও মাহমুদুল হাসান তোতা।
উপদেষ্টা হলেন আব্দুল গফফার বিশ্বাস, পবিত্র কাপুরিয়া,রবিউল হোসেন রবি,এম জেনারেল ইসলাম, আলহাজ্ব আব্দুর রউফ, বদরুজ্জামান বাবলু
সংগঠনের উপদেষ্টা পবিত্র কাপুরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেনবাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মানিক অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি কাজী সারোয়ার হোসেন, সড়ক ফেডারেশনের খুলনা অঞ্চলের সভাপতি রবিউল হোসেন রবি,জেলা পরিবহন সংস্থা শ্রমিক মামুনুর রশিদ বাচ্চু, বাংলাদেশ মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান লিটন সাধারণ সম্পাদক জামান রানু প্রমুখ।