রজ্জু শেখ,সাভার প্রতিনিধি:২২ সে মে রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় -২/এ,ধানমন্ডি পাতাম রেষ্টুরেন্ট।২১-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে আওয়ামী মৎস্য জীবীলীগের কেন্দ্রীয় কমিটি ১নং যুগ্ন সাধারন সম্পাদক,ইন্জিঃআঃআলিম, সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে দৈনিক কাল বেলার প্রতিষ্ঠাতা ২নং যুগ্ন সাধারন সম্পাদক,রফিকুল ইসলাম ৩নং যুগ্ন সাধারন সম্পাদক,ফিরোজ তালুকদার,
উপদেষ্টা পরিষদের সদস্য, নুরে আলম বিশ্বাস,
দপ্তর সম্পাদক এনামুল হক রাজু,উপদপ্তর সম্পাদক, ইউসুফ আলী বাচ্চু, সদস্য,কেন্দ্রীয় কমিটি,আজিজ খান,সহ মোহন হীরা মিরপুর আজিজ মেম্বার, রবিন,নুর আলম, শেখ শাকিল হীরা লাল,ইমরান,জাহাঙ্গীর লিটন,ফিরোজ মিজান ,অ্যাডভোকেট রফিক নাসরিন,রাকিব ,আসাদ ,রূপক ,নজরুল ইসলাম আকাশ সিয়াম , আর এফ মোতালেব ,স্বপন ,মাহাবুব ,প্রিন্স ,কনক ,সাইদুল ,হীরক ,আরশেদ .জমির.লালটু.পাখি .লিটন.মিজান ,মোহাম্মদ আমির হোসেন ,আইনুল ,মাইনুল ,তপু ভিপি ,ফয়সাল ,জাহিদ ,রহমান মফিজুল লিখন জয় রন্জু শেখ সদস্য, কেন্দ্রীয় কমিটি মৎস্যজীবীলীগ।১নং যুগ্ন সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর উওর মৎস্যজীবীলী, সিরাজ ,ফরহাদ ঢাকা মহানগর উওর মৎস্যজীবীলীপাবনা,ঢাকা মহানগর উওর মৎস্যজীবীলী মাহাবুব ঢাকা মহানগর উওর আরো অনেক নেতা কর্মি উপস্হিত ছিলেন সকল নেতাকর্মীদের একটাই দাবি ইঞ্জিনিয়ার আব্দুর আলিম কে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই উক্ত আলোচনা সবার শেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এর সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন সে সময় মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন আমরা সারাদেশ থেকে আসছি আমাদের সম্মেলন টা দ্রুত করে দেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক আলি আজগার লস্কর কে আর কেহ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় না সাবেক ছাত্রনেতা ধারা সংগঠন পরিচালিত হলে সংগঠনে গতি ফিরে আসবে নেতা কর্মীরা বলেন ইঞ্জিনিয়ার আব্দুল আলীম ভাই পরীক্ষিত রাজপথে সাহসী সৈনিক সাবেক ছাত্রনেতা আগামী সম্মেলনে উনাকে সংগঠনের সাধারণ সম্পাদক করলে সারা দেশে আওয়ামী মৎস্যজীবী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হবে