বশেমুরবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আনিসুর

বশেমুরবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আনিসুর

শাহাজান,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান।
মঙ্গলবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫) ধারা অনুসারে ২ (দুই) বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হিসেবে নিয়োগ করা হলো। তিনি এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ আদেশ তার উক্ত পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ড. মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমাকে এ দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এ দায়িত্ব যেত সুষ্ঠুভাবে পালন করতে পারি, এ বিষয়ে সবার সহায়তা কামনা করছি।