বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে একদিনে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। স্বাস্থ্য বিভাগে তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। বরগুনায় ৮২ জন, ঝালকাঠিতে ৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।