ফের আশুলিয়ায় দলিল লেখকদের আন্দোলন

গাজীপুর

মহিদুল ইসলাম মিলটন

নআশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পদত্যাগের দাবিতে দলিল লেখকদের আন্দোলন রোববার (২২ জুন) ষষ্ঠ দিনে গড়িয়েছে। সকাল থেকেই আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেন দলিল লেখক সমিতির সদস্যরা।

সকালে দলিল লেখকদের একটি বিক্ষোভ মিছিল সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিএন্ডবি-আশুলিয়া সড়ক প্রদক্ষিণ করে আবার অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তারা সাব-রেজিস্ট্রার পাভেলকে ‘দুর্নীতিবাজ কর্মকর্তা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এই কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কারণে সেবা গ্রহীতারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। সরকারি রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

সমাবেশ শেষে দলিল লেখকরা অফিসের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন এবং আগের মতোই লাগাতার কর্মবিরতি পালন অব্যাহত রাখেন। এতে করে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিস কার্যত অচল হয়ে পড়েছে। কোনো দলিল সম্পাদন না হওয়ায় সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি সরকার রাজস্ব হারাচ্ছে।

 

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার পাভেলের বক্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।