ফরিদপুর জেলার ভাংগা থানা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

আসামীর হেফাজতে থাকা ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯/০৪/২০২০ইং তারিখ ফরিদপুর জেলার ভাংগা থানাধীন শিমুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ মান্নান মাতুব্বর(৩৫), পিতা- মৃত জব্বার মাতুব্বর, সাং- পাথরাইল, থানা-ভাংগা, জেলা- ফরিদপুর’কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সুত্র : র‌্যাব-৮, সিপিসি-২

ফরিদপুরমাদকদ্রব্যর‌্যাব
Comments (০)
Add Comment