দৈনিক সময় ডেস্ক:
সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে বাবলু সরদার (৫৫) নামে এক মাদক কারবারির রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় কারাগার থেকে বাবুলের মরদেহ উদ্ধার করা হয়।
বাবলু সরদার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের জুড়োন সরদারের ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, শনিবার রাতে সাতক্ষীরার দেবহাটার উপজেলার বসন্তপুর গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ বাবুল সরদারকে আটক করা হয়। পরবর্তীতে ডিবি পুলিশের কারাগারে তাকে রাখা হয়। রবিবার সকালে ডিবি পুলিশের সদস্যরা কারাগারে ঝুলন্ত অবস্থায় বাবলুকে দেখতে পান। বাবলু সরদারের কোমরে সুতো বাঁধা ছিল। সুতার সাহায্যে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।