সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে পিকআপচাপায় বয়োবৃদ্ধ এক ভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক ক্ষুদ্র ব্যবসায়ী।আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে উদয় ঢালী (৩৮) জানান, শুক্রবার সকাল ৮টার দিকে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে থেকে বয়োবৃদ্ধের ভ্যানে ওঠে সাতক্ষীরার দিকে যাচ্ছিলাম। এর মাঝে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহত ব্যক্তি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে সুলতান আলী (৫৬)। নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরার মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান শিমুল জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে রাস্তার মাঝে ছোট-বড় খাদ তৈরি হওয়ার কারণে এ দুর্ঘটনাগুলো ঘটছে।