আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা।। খুলনা পাইকগাছায় জমিজমা সংক্রান্তে বিরোধে আনোয়ারা বেগম (৭০) নামে এক অসহায় বিধবা বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঐ বৃদ্ধা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগে জানানো হয় যে, উপজেলার লস্কর এলাকার মৃত মোহাম্মদ আলী সরদারের স্ত্রী আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর থেকে চতুর্থ শ্রেণিতে পড়–য়া এক নাতি সাদিকুল ইসলামকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন। এর আগে তার এক ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং দু’মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা স্বামীগৃহে বসবাস করে আসছেন। এদিকে আনোয়ারা বেগমের সাথে আপনজনদের কেউ বসবাস না করার সুযোগে প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্তে দীর্ঘ দিন ধরে গোলযোগ চলে আসছে। তারা বিভিন্ন সময় কারণে-অকারণে তাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছে। এসংক্রান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপিতে পৃথক অভিযোগ করায় তা বিচারাধীন রয়েছে। সর্বশেষ গত ১৪ অক্টোবর (শুক্রবার) সকাল আনুমানিক ১০ টার দিকে ঐ বৃদ্ধা বাড়ির পাশে তার পুকুরে স্থানীয় জনৈক যুবককে নিয়ে মাছ ধরতে যায়। এসময় প্রতিবেশী আইনুদ্দিন সরদারের ছেলে মনিরুল সরদার(২৮) ও জিন্নাত সরদারের ছেলে মাওনাত সরদার তাকে পুকুর ও চলাচলের রাস্তা তাদের দাবি করে বাক-বিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা তাকে কিল, ঘুষিসহ এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে শিশু নাতি সাদিকুল ইসলাম প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে নানীর এমন অবস্থা দেখে স্থানীয় জনৈক যুবকের সহযোগীতায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এর আগে থানায় নিলে পুলিশ প্রথমে তাকে চিকিৎসার পরামর্শ দেন।পরে খবর পেয়ে হাসপাতালে উপস্থিত চিকিৎসাধীন আনোয়ারা বেগমের এক ভাই রেজাউল জানান, তার বোনের একমাত্র ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর তার স্বামীও সেই শোকে মৃত্যুবরণ করেন। এরপর তার দু’মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় একা হয়ে পড়েন বৃদ্ধা বোন আনোয়ারা। এরপর থেকে তার এক নাতি চতুর্থ শ্রেণির ছাত্র সাদিকুল ইসলাম নানীর সাথে সেখানে বসবাস করে আসছে। ঘটনার সময় নাতি সাদিকুল প্রাইভেট পড়তে বাইরে ছিল। পরে বাড়িতে ফিরে স্থানীয় এক যুবকের সহায়তায় নানীকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। এদিকে ঘটনার পর মামলা না করতে সংশ্লিষ্ট অভিযুক্তরা তার বোন আনোয়ারাকে জীবননাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তার।হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ্য আনোয়ারা বেগম জানান, স্বামী-সন্তান হারিয়ে বর্তমানে প্রতিবেশীদের অব্যাহত হুমকির মুখে সারাক্ষণ চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। সর্বশেষ ঘটনায় তিনি বিচার দাবি করে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে ওসি জিয়াউর রহমান জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।