আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা।। নির্বাচনী এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু’র প্রচেষ্টায় পাওয়া খুলনার পাইকগাছায় ৫জন অসুস্থ ত্যাগী নেতাকর্মী, দুঃস্হ ও অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক প্রাপ্ত সুবিধাভোগী অসুস্থ ব্যক্তিদের মাঝে সুচিকিৎসার জন্য তাঁদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন খুলনা-৬ (কয়রাপাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । এ সময় তিনি বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাঈদ আলী মোড়ল কালাই,আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন,গৌতম রায়,মাহবুবুর রহমান নয়ন ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকে।