মোঃ নুর জামাল হক স্টাফ রিপোর্টার :পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন ক্যাম্পােইন-২০২৪ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি কতৃক বাস্তবায়িত ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এর আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় তিনটি উপজেলা ৩০ ইউনিয়ন বৃক্ষ রোপন ক্যাম্পােইন অনুষ্ঠিত হয়! উক্ত ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ইউনিয়ন পরিশোধের সদস্যবৃন্দু উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় গন্যমান্য বৃক্তিবর্গ অংশ গ্রহন করেন এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ১০৬০ বিভিন্ন ফলজ ও বনজ ঔষুধী গাছ রোপন করা হয়!এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ নাগেশ্বরী উপজেলা ১৩ নং বল্লভেরখাষ ইউনিয়নের মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ধধন করেন জনাব এস এম আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ১৩ নং বল্লভেরখাস ইউনিয়ন পরিশোধ এসময় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষ আহমদ আলী অন্যান্য শিক্ষকবৃন্দুও মাদ্রাসা সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন! অত্র প্রতিষ্ঠানের সুপার মোঃ আহমদ আলী বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বৃক্ষ রোপন কর্মসুচি গ্রহণ করা হয়েছে একটি দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা জন্য ২৫ ভাগ বন ভুমি থাকা প্রয়োজন কিন্তুু আমাদের রয়েছে ২৫ ভাগের কম এই বৃক্ষ রোপন কর্মসুচির মাধ্যমে অত্র এলাকার সুরক্ষিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে ১৩ নং বল্লভেরখাস ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব মোঃ এস এম আব্দুর রাজ্জাক বলেন পরিবেশকে সুরক্ষিত করতে বৃক্ষরোপেনর কোন বিকল্প নেই আশা করছি এই কর্মসুচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত হবে মহিদেব যুব কল্যাণ সমিতির এই বৃক্ষরোপন কর্মসুচি ধারাবাহিকতায় অব্যাহত রাখবে বলে আশা করছি