মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁ :অদ্য ১৮ আগস্ট ২০২৪ তারিখ ১৬৪০ ঘটিকায় জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়ন পরিষদে সীমান্তবর্তী তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রংপুর উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন বিগত দুই বছরে পত্নীতলা বিজিবি’র দায়িত্বপূর্ণ জয়পুরহাট নওগাঁ এলাকায় নিয়মিত এবং স্পেশাল অপারেশন টিমের কঠোর অভিযানে তৃণমূল পর্যায়ে বেশ ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। বিগত ০২ বছরে প্রায় ১২২টি মামলার মাধ্যমে ৯২ জন মাদক পাচারকারী/ চোরাকারবারীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সাফল্য। যার ফলে দায়িত্বপূর্ণ জয়পুরহাট ও নওগাঁ সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নিরাপদ আলোকিত সীমান্তে রুপান্তরিত হয়েছে। এই এলাকায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান এবং সীমান্তবর্তী জনসাধারনের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় বেশকিছু সংখ্যক চোরাকারবারী স্বাভাবিক জীবনে ফেরত আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, যার ফলে দায়িত্বপূর্ণ জয়পুরহাট সীমান্তে সুন্দর পরিবেশ তৈরী হয়েছে। এই পরিবেশকে বজায় রাখার লক্ষে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতার জন্য তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কমান্ডার অদ্য ১৮ আগস্ট ২০২৪ তারিখ সীমান্তবর্তী তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, রাজশাহী। এছাড়াও অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ হামিদ উদ্দিন, বিজিএমএস, পিএসসি, লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন, পরিচালক অপারেশন, রংপুর, মেজর এস. এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, জয়পুরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী আন্দোলনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।