গাজী আদনান, শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
অদ্য ১৩ ও ১৪ ই ডিসেম্ভর (সোমবার ও মঙ্গলবার ) নুরনগর আশলতা হাইস্কুলে চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহম্মেদ এর মিসেস রাহেলা বেগম এর সভাপতিত্বে- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউ এস এ আই ডি (USAID) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর মধ্যে দুই দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি প্রশমনে ঘূর্ণিঝড় পূর্বাভাস, অনুসন্ধান, উদ্ধার, প্রাথমিক চিকিৎসার উপর রিফ্রেসার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ০৪ নং নুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহম্মেদের মিসেস রাহেলা বেগম, ইউপি সচিব মোঃ আবু হেনা, ইউনিয়ন সি পি পি টিম লিডার রাশেদুল ইসলাম । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ৪নং নুরনগর ইউনিয়নের UDMC,WDMC,CPP সদস্যগন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের সি পি এফ আদনান জেব ও ইউনিয়ন পি পি লিডার মোঃ রাশেদুল ইসলাম