গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নির্বন্ধিত জাতীয় পর্যায়ের অন্যতম সংগঠন নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) পক্ষ হতে ও রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল এর সৌজন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ওষুধ সহ রোগীদের মশারি বিতরণ করা হয় ।এই সময় উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) সম্মানিত চেয়ারম্যান জনাব যুবরাজ খান । জনাব যুবরাজ খান বলেন ২০১৯ হতে ডেঙ্গু জ্বর প্রতি বছর দেখা দিচ্ছে সরকারি হাসপাতাল গুলোতে সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ এবং হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী দিনের পর দিন বেড়েই চলছে যা আমাদের সচেতনতার অভাব রয়েছে তার জন্য নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) পক্ষ হতে ও রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল এর সৌজন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ওষুধ সহ রোগীদের মশারি বিতরণ করা হয় এবং জনসাধারণের মাঝে লিফলেট ও বিভিন্ন সরকারি হাসপাতাল ,স্কুল,দোকান,মসজিদের সামনে ফেস্টুন ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া ও জনাব যুবরাজ খান বলেন রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল সুনামের সাথে সমগ্র বাংলাদেশে দেশের দুরসময়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিগত বছর গুলোতে যখন দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে তখন ঢাকার বিভিন্ন এলাকা ও হাসপাতাল গুলোতে পতক্ষ ও পরোক্ষ ভাবে ডেঙ্গু পতিরোধে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল কাজ করে গেছে ঠিক একই ভাবে অত্রবছর এই ডেঙ্গু মহামারিতে নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) সাথে চিকিৎসাখাত উন্নয়নে কাজ করে যাচ্ছে।