নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা) জাতীয় পর্যায়ের সামাজিক সংগঠনের অন্তভুক্ত Bangladesh Save Blood Donate Society (BSBDS) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টার এর সার্বিক সহযোগিতায় ও নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) উদ্যোগে আজ ২৬ অক্টোবর ২০২৪ ইং ,সকাল-৮ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টারে বিনামূল্যে ব্লাড পরীক্ষা করা হচ্ছে , সাথে ডাইবেটিক্স প্রেসার ও বিনামূল্যে অন্যান্য চিকিসৎসা সেবা ও দেয়া হচ্ছে, জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টার ও নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা) জাতীয় পর্যায়ের সামাজিক সংগঠনের এর চেয়ারম্যন যুবরাজ খান জানান গত বছর ১৭ আগস্ট ২০২৩ আমরা নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা) জাতীয় পর্যায়ের সামাজিক সংগঠনের অন্তভুক্ত করি Bangladesh Save Blood Donate Society (BSBDS) এবং দেশের মানুষের পাশে থেকে Blood Donate Society (BSBDS) কাজ করে যাচ্ছে ,যখন অসুস্থ রোগীদের ব্লাড এর প্রয়োজন হয় আমাদের সাথে থাকা মানবতার ফেরিওয়ালারা ব্লাড দিতে ছুটে চলে যায় এবং কিছু দিনের মধ্যে ঢাকার বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আমরা বিনামূল্যে ব্লাড পরীক্ষা করে তাদের আমরা ব্লাড পরীক্ষা কার্ড দিবো আমরা চাই বাংলাদেশের সকল মানুষ সু চিকিৎসা পেয়ে সুস্থ থাকুক ও নিজের ব্লাড গ্রুপ জেনে রাখুক যা বিপদে প্রয়োজন হবে তাই আমরা Blood Donate Society (BSBDS) পক্ষ হতে এই কার্যকর্ম শুরু শুরু হয়েছে।