নিয়ামতপুর কাঁচা মরিচের কেজি ছুয়েছে ১০০০ টাকা

নিয়ামতপুর প্রতিনিধি
মির্জা তুষার আহমেদ

রকেট গতিতে বাড়ছে কাঁচা মরিচের দাম। নিয়ামতপুরে কেজি ছুঁয়েছে ১০০০’ টাকায়।

আজ রবিবার (২ জুন) নিয়ামতপুর বিভিন্ন বাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০০’ টাকায়। এছাড়া নওগাঁ জেলায় বিভিন্ন জায়গায় কোথাও ৮শ’ টাকা কোথাও বা হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। বেড়েই চলছে মনে হচ্ছে এ যেন এক নৈরাজ্য। যে যেমন ভাবে পারছে দাম হাঁকাচ্ছে।

ঈদের কয়েক দিন আগেই থেকে মরিচের বাজারে অস্থিরতা দেখা দেয়। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম । রেকর্ড দাম বৃদ্ধিতে কয়েকজন ক্রেতা মিজানুর’ সুদীপ্ত’ ও পবিত্র’ বলেন । বাজারে ঠিক ভাবে তদারকি না করার জন্য হু,হু করে বেড়েছে কাঁচা মরিচের দাম আরো বলছেন। বাজার মনিটরিং যদি সরকার না করেন তাহলে গরিব মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার নাগালের বাহিরে হয়ে যাবে। তদারকি বিহীন বাজারে আধিপত্য বাড়ছে, সিন্ডিকেটের।