নাহিদ হাসান নিয়ামতপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নিয়ামতপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন সহ উপজেলা সদরের বিভিন্ন রাস্তাঘাটে ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপিকা শেফালী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশাত, অমিত, সারোয়ার, সোহেল, সাব্বির হোসেন, বাকি, ফিরোজ, নিহারিকা নিশাত, লিজা খাতুন, ঝুমুর, নেহা, চৈতি। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী ও নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান কাওসার, মেহেদী হাসান, শিবলী হোসেন সহ নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফলজ বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করা হয়।Vএছাড়াও উপজেলার বিভিন্ন অফিসে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালায়।