নিয়ামতপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামত পুর  উপজেলায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর  থেকে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে, চলবে ৩০দিন। এ সময়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির টিকা দেওয়া হবে।এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০:৩০মিনিট  এ টিকাদান ক্যাম্পেইন সফল করতে  নিয়ামত পুর  উপজেলা সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সভা কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নিয়ামত পুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামত পুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান জনাব মোঃ মাহবুবুল আলম ।
সভায় জানানো হয়, জরায়ু ক্যান্সারে বছরে বিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান, যার মধ্যে ৯০ ভাগ মৃত্যুই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৫৮২ জন নারী বছরে মারা যান। অথচ এটি একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে এই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
 উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রেসক্লাবের সভাপতি জনাব  মোঃ আব্দুল আজিজ,নিয়ামত পুর উপজেলার বেনীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মান্নান, ভবানিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা মোছাঃ শামীমা আক্তার বানু,ঝাড়ুয়া পাড়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আলম, সাঙ্গইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বদিউজ্জামান,       সাঙ্গশৈইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জীবন আহমেদ ,ছাতড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সফিকুল ইসলাম, সহ নিয়ামতপুরের ৪৪ টি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গণ ও ২৬ টি মাদ্রাসার প্রধানদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় ।