নাসির নগরে বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

হেলাল উদ্দিন :- না ফেরার দেশে চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার কুলিকুন্ডা নিবাসী  বীরমুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম মিন্টু মিয়া। গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত   তিনটায় অর্থাৎ ২৭ রজব পবিত্র মেরাজের রজনীতে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন। জানাযায়- দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
মৃত্যুর সময় উনি  এক ছেলে ও নাতি-নাতনিসহ অনেক গুনগাহী রেখে যান। ৯ ই ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা কুলিকুন্ডা জামে মসজিদের মাঠে উনার জানাজা অনুষ্ঠিত হয়।

এসয় জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উনাকে গার্ড অফ অনার প্রদান করা  হয় এবং ১ মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন নাসির নগর উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভূইয়া ও পুলিশ সদস্যবৃন্দ। এসময় পরলোকগত বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টুর জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মুল্লা
সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

আল্লাহ পাক যেন উনার মাগফিরাত দান করেন সেই কামনায় জানাযা শেষে মিলাদ ও দোয়া-মোনাজাত করা হয়।

গার্ড অফ অনার ও  জানাজা শেষে কুলিকুন্ডা  কবরস্থানে মরহুমের মরেদহ দাফন করা হয়।