নরসিংদীর পলাশ উপজেলা নির্বাচনে আলহাজ্ব শরীফুল হক এর পক্ষে ঐক্যবদ্ধ তৃণমূল আওয়ামীলীগ

শরিফুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয় আজ।প্রতীক বরাদ্দের পর আজ বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী আলহাজ্ব শরীফুল হক এর পক্ষে পলাশ উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূলের সকল নেতা কর্মীরা বরাদ্দকৃত মার্কা দোয়াত কলমের পক্ষে জরুরি এক পথসভায় মিলিত হয়।এর আগে বেলা ১২ টায় নির্বাচন কমিশনার এর কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের গেজেট সংগ্রহ করেন।এর পর থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে দোয়াত কলম মার্কা সম্বলিত ফেস্টুন হাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নেতৃত্বে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে জড়ো হতে থাকে।বিকেল ৫ টায় উক্ত পথসভায় উপস্থিত হন নরসিংদী ০২(পলাশ) নির্বাচনী এলাকার সাবেক সফল সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কামরুল আশরাফ খান(পোটন)।সাবেক সফল সংসদ সদস্য কে পেয়ে সকল নেতাকর্মীরা উল্লাসে মেতে উঠেন।মুহূর্তের মধ্যেই দোয়াত কলম মার্কার স্লোগানে উত্তাল হয়ে উঠে বাসস্ট্যান্ড চত্বর।এই সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক, আওলাদ হোসেন শেখর,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিনুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার,ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেরুল হাই,
চরসিন্দুর ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস.এম.আরিফ সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
এই সময় আরো উপস্থিত ছিলেন তৃণমূল আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়ারম্যান(পুরুষ) করিউল্লাহ্ সরকার,ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা আক্তার।পথসভায় আলহাজ্ব শরিফুল হক চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কায় সকলের কাছে দোয়া ও ভোট চেয়ে বলেন আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যদি আমি নির্বাচিত হতে পারি আগামীদিন পলাশ উপজেলা হবে তৃণমূলের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের।পথসভায় প্রধান অতিথি আলহাজ্ব কামরুল আশরাফ খান (পোটন) শরিফুল হক এর মত একজন সৎ ও পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করায় তৃণমূল আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানায়।তিনি আরো বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দোয়াত কলম মার্কা কে নির্বাচিত করে আমাদের গ্রহণযোগ্যতার প্রমাণ রাখবো ইনশাআল্লাহ।তিনি নির্বাচন কে কেন্দ্র করে কোনো প্রকার সহিংসতায় না জড়ানোর জন্য নেতা কর্মীদের অনুরুদ করেন। এ সময় তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কারিউল্লাহ সরকার এর বই মার্কা ও সেলিনা আক্তার এর কলস মার্কায় সকলের কাছে দোয়া ও ভোট কামনা করেন।বক্তব্য শেষে পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার এর নেতৃত্বে একটি মিছিল উপজেলা শহীদমিনার চত্বর হয়ে বাসস্ট্যান্ড এসে শেষ হয়।