মোঃ সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ জেলা প্রতিনিধি)
সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জমিতে অবৈধ ভাবে দোকান ঘর নির্মান করা হচ্ছে শহরের প্রাণ কেন্দ্র মুক্তির মোড় পৌর পানি অফিসের সামনে এমন অভিযোগ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেড খান মানিকের বিরুদ্ধে।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে
দেখা যায় নওগাঁর সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের রেকোডিও জমিতে নওগাঁ শহরের মুক্তির মোড় পৌর পানি অফিসের সাথে দুটি পৃথক পৃথক দোকান ঘর নির্মান করা হচ্ছে। এই বিষয়ে কোন একজন মিডিয়া কর্মী জনস্বার্থে জেলা প্রশাসক কেডি স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় সাংসদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতো আবেদন করেন। যানায়ায় বি এন পি নেতা, মানিক খান জোর পূর্বক এই দোকান ঘর নির্মান করছে। কোন কর্তৃপক্ষের নিকট লিজ ইজারা বা সাব লিজ প্লান পাস এরকম কোন কিছুই নাই তার কাছে। এবিষয়ে নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মোকলেছুর রহমান জানান অভিযোগ আমরা পেছেছি এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে আগামী কাল স্কুল কমিটির সভাপতি জেলা প্রশাসক স্যারের সাথে এবিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ ঘর নির্মান বিষয়ে মানিক খান কে মোবাইল ফোনে কল দিলে কল রিসিভ করেনি।
স্থানীয় কেডিয়ানদের দাবী দ্রুত অবৈধ নির্মান কাজ বন্ধ করে আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।