নওগাঁ মহাদেবপুর প্রধান সড়কে অবৈধ হাট বসানোর দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা,,

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে প্রধান সড়কের উপর অবৈধ হাট বসানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে জরিমানা করা হয়েছে। বুধবার ১২ জুলাই বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা সদরের বকের মোড় থেকে উপজেলা চত্ত্বরে যাবার প্রধান পাকা সড়কের উপর দীর্ঘদিন ধরে হাট বসিয়ে আসছিল ইজারাদার।

প্রতি বুধবার ও শনিবার এখানে চাল কল মালিকের লোকেরা ধান কেনা বেচা। হাইওয়ে রাস্তার উভয় পাশে পাহাড়সম ধানের স্তুুপ জমে যাওয়ায় যানবাহান ও হাট বাজারে আসা জনগণের চলাচলে দারুণ বিঘ্ন ঘটে। সকালে খাদ্যমন্ত্রী এ পথ দিয়ে যাবার সময় যানজটে পড়েন। এছাড়া স্থানীয় প্রশাসন ও জন যানবাহন গুলো জ্যামে পড়ে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইজারাদার আরিফুল ইসলামের নিয়োগ করা আদায়কারি আজিজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সড়কের উপর হাট না বসানোর জন্য ভ্রাম্যমান আদালত নির্দেশ প্রদান করেন।