মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার দিকনির্দেশনায়, বুধবার (৪ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা অভিযান চালান। অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্টের মাধ্যমে শাহাদত আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০,০০০/ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় অতিরিক্ত ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।