নওগাঁর নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণের শুভ-উদ্বোধন 

মোঃ আব্দুল আজিজ ,নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রনোদনা কর্মসূচির রবি মৌসুমে বীজ ও সার বিতরন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান  এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ ইমতিয়াজ মোরশেদ তিনি বলেন দেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষকে বাস্তবায়নের লক্ষ্যে আমারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশে কৃষি খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, সকল কে এই বীজ ও সার যথাযথ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে । আজ নিয়ামত পুর সদর  ইউনিয়নের কৃষকদের মাঝে বিনা মূল্যে
 প্রনোদনার কর্মসূচির আওতায় রবিশস্য বীজ গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও মসুর ডাল বীজ বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ শামসুজদ্দোহা,নিয়ামত পুর উপজেলা কৃষি  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মোঃ সফিউল আলম,নিয়ামত পুর উপজেলার সিনিয়র সাংবাদিক জনাব মোঃ নুরুল ইসলাম প্রমূখ।