ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৩ এর পঞ্চম দিনের গড়ালো কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাকিবুল ইসলাম রঞ্জু সাভার ঢাকা: চাকরিক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়নের দাবিতে সাভারে গেন্ডায় কর্মবিরতি পালন করেছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৩ এর কর্মকর্তা-কর্মচারীরা।সাভারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। শনিবার (৬ জুলাই) সকাল থেকে সারাদেশের মতো সাভারের গেন্ডা এলাকায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৩ এর সদর দফতরে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করা হয়। কোন বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল থেকে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কর্মকর্তা রা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ১২ কোটি। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।