ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র আলাদিন পার্ক

রাজধানী ঢাকার ধামরাই উপজেলার সিতি এলাকায় অবস্থিত আলাদীন’স পার্ক (Aladin’s Park) একটি জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র। ঢাকার ভেতরে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে অল্প সময়ের অবসরে ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। প্রায় ৪৫ বিঘা জমির উপর নির্মিত আলাদীন’স পার্কে বিভিন্ন রাইডের মধ্যে রয়েছে বুল রাইড, বাম্পার কার, স্পিড স্পিনিং কার, হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, ডাবল ডেক কেরোসেল, ম্যাজিক শো, টয় ট্রেন, কিডি রাইডস জোন, ১২D ডায়নামিক সিনেমা হল এবং প্যাডেল বোট।

আলাদীন’স পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে পুল ওয়েভ, স্লিপার স্লাইড এবং বাচ্চাদের জন্য ৩টি আলাদা পুল রয়েছে। আর নারী-পুরুষের জন্য আছে পৃথক চেঞ্জিং রুম এবং লকার ব্যবস্থা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদীন’স পার্কে কনভেনশন হল এবং সুবিশাল পিকনিক স্পট রয়েছে।ময়মনসিংহের ফুলবাড়িয়া আলাদীন’স পার্কের আরো একটি শাখা চালু আছে

আলাদীন’স সময় ভেদে বিভিন্ন ধরণের প্যাকেজ চালু থাকে। বর্তমানে ছাত্রদের জন্য ওয়াটার পার্ক, ড্রাই পাক সহ জনপ্রতি প্রবেশ টিকেটের মূল্য
৪০০ টাকা। আর পার্কের রিসোর্টে রাত্রি যাপন করতে চাইলে প্রতি রাতের জন্য খরচ
করতে হবে ৩৫০০ থেকে ৪৫০০টাকা
যোগাযোগ
ধামরাই -01610555033,01610555055
ময়মনসিংহ -01831003064, 01610555066
হেড অফিস -01610555055,01831003064
ফেইসবুক -www.Facebook. com/Aladin.Park.Ltd