জামালপুরে বীজ ব্যবসায়ী ও আড়তদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল।
জেলা প্রতিনিধি: আবু শামা।
জামালপুর জেলার উত্তর অঞ্চলে দেশের ঐতিহ্যবাহী সানন্দবাড়ি হাটবাজারে বীজ,পাট, তিসি, সরিষা, মশুর, গম, ভুট্টা , বাদাম, ধানসহ বিভিন্ন প্রকার ভুসিমালের আড়ত দার ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহ্যবাহী সানন্দবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে । এ সময় অত্র অঞ্চলের দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, তৃণমূল পর্যায়ের সুধিমন্ডলী, সানন্দবাড়ি হাট বাজার কমিটির নেতৃবৃন্দ, হাট বাজার ব্যবসায়ীবৃন্দুসহ প্রায় ১৫ শত লোকের সফলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়। আয়োজক কমিটির সদস্যবৃন্দ সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন যেন তারা পরিষ্কার-পরিচ্ছন্ন স্বচ্ছ ভাবে তাদের ব্যবসা ও পরিচালনা করতে পারেন।