মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় জয় বাংলা ঐক্য পরিষদ রাণীনগর উপজেলা শাখা’র পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ মার্চ) বেলা ১১টায় শেরে-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় হলরুমে জয় বাংলা ঐক্য পরিষদ রাণীনগর উপজেলা শাখা’র আয়োজনে, জয় বাংলা ঐক্য পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ শিহাবুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডঃ ওমর ফারুক সুমন এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন খন্দকার।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ সাদেকুর রহমান বাঁধন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান অন্তর, জেলা শাখার অর্থ সম্পাদক মোছা:বন্যা আক্তার মুক্তা সহ উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মোঃ ইয়াকুব আলী, মোঃ আসাদুজ্জামান পিন্টু, মোঃ মিল্টন খন্ডকার, মোঃ মালেক খন্ডকার, মোঃ রোস্তম আলী, মোঃ জুলফিকার, মোঃ কারিমুল্লাহ সহ অত্র সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নের লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নীতি আদর্শকে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত ও জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে জয় বাংলা ঐক্য পরিষদ কাজ করছে। এছাড়াও জয় বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখা সামাজিক সংগঠন হিসাবে সকলের সহযোগীতায় প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে জয়বাংলা ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সুনাম ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী বর্ষা মৌসুমে ফলজ বনজ ঔষুধি ১০ হাজার বৃক্ষরোপন করবে জয় বাংলা পরিষদ নওগাঁ জেলা শাখা।
উল্লেখ্য, পরিচিত সভা শেষে শেরে-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপন করা হয়।