জমে উঠেছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

দীর্ঘ সাত বছর পর শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে, আর একদিন পরেই হতে যাচ্ছে ভোটগ্রহণ। আগামী ১১ জানুয়ারি নির্বাচন উপলক্ষে প্রার্থীরা উপজেলা সদরে পোস্টারে ছেয়ে ফেলেছে। প্রার্থীরা ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জি এম আব্দুল কাদের বলেন সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন এমএম আশেক ই এলাহী মুন্না,প্রতিক আনারস, জিএম আসাদুল্লাহ বাহার আছু,প্রতিক ছাতা ও শেখ জাবের হোসেন, প্রতিক হরিণ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন জিএম হাফিজুর রহমান, প্রতিক মোরগ, মো. শামছুদ্দোহা টুটুল, প্রতিক তালা ও মো. আশরাফ হোসেন, প্রতিক ফুটবল। সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান, প্রতিক মাছ, মো. আকতারুজ্জামান আক্তার, প্রতিক গোলাপ ফুল। অর্থ সম্পাদক পদে মোনতাকদির আলম,প্রতিক ফ্যান ও মো. মাসুদ রায়হান, প্রতিক দেওয়াল ঘড়ি। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে ডা. মো. মতিউর রহমান, প্রতিক বাল্ব। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মোতালেব হোসেন, প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার, প্রতিক ইট। নির্বাচনে মোট ১১০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন তফসিল অনুযায়ী ১১জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে এবং এই দিনে ফল প্রকাশ ও করা হবে।