প্রযুক্তির সাহায্য নিয়ে চুরি হয়ে যাওয়ার কিছুদিন পর মোবাইল উদ্ধার করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশ। শনিবার (১৯ নভেম্বর ) ওই মোবাইল দুটি উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন দৈনিক সময় পত্রিকার সাংবাদিক রেজাউল করিম ও মোঃ নুরুজ্জামান।
মোবাইল হারানো উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন মোবাইলটির আইএমই নাম্বার দিয়ে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জৈনিক এক ব্যক্তিকে চিহ্নিত করেন। পরে এস আই মনির হোসেন ও সাংবাদিক রেজাউল করিম ও মোঃ নুরুজ্জামান এবং থানা পুলিশের সহায়তা নিয়ে উল্লেখিত ব্যক্তির কাছ থেকে মোবাইলটি উদ্ধার করেন।
এদিকে,চুরি হওয়ার পর মোবাইল হাতে পেয়ে শ্যামনগর থানার এস আই মনির হোসেন ও সাংবাদিক রেজাউল করিম ও মোঃ নুরুজ্জামান প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ সহ পুলিশের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উক্ত ব্যক্তি।