আরিফুল ইসলাম মিলন চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪শ পড়িবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় নিজ বাসভবনে ইউনিয়নের গরিব অসহায় মানুষের মাঝে এসব নগদ অর্থ বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে, একটু সহযোগিতা যদি করা যাই তাহলে তাদের মুখেও ঈদের আনন্দ ফুটে উঠবে। এই চিন্তা চেতনা থেকেই দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান হযরত আলী প্রায় ৪শ গরিব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। সবাই যেনো ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরে সে লক্ষ্যেই তিনি দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্থ বিতরণ করেন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি কারার জন্য সমাজের সব স্তরের মানুষেরই গরিব অসহায় এতিম মানুষের জন্য সহযোগিতা করা প্রয়োজন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।