চুয়াডাঙ্গা দামুড়হুদায় অসহায় প্রতিবন্ধী’র চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করলেন চেয়ারম্যান হযরত আলী

আরিফুল ইসলাম মিলন চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামের অসহায় সাইদুর রহমানের প্রতিবন্ধী সন্তান মোঃ রায়হান আলীর চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। গতকাল সোমবার বেলা ২টার দিকে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে হুইল চেয়ার প্রদান করা হয়।

দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামের
প্রতিবন্ধী রায়হান আলীর হুইল চেয়ার না থাকায় চলাফেরায় খুবই সমস্যার সৃষ্টি হয়। কিন্তু তার গরিব পিতা হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য নেই। বিষয়টি জানতে পেরে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান হযরত আলী নিজ উদ্যোগে নিজস্ব অর্থে একটি হুইল চেয়ার প্রদান করেন। ইতিমধ্যেই সদর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী মানবিক চেয়ারম্যান নামে খ্যাত হয়েছেন। যুব সমাজ কে ভালো রাখতে তিনি নিয়মিত খেলাধুলার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অসুস্থ অসহায় মানুষের কথা শুনলেই তিনি ছুটে যান, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।