চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মাঝি জিয়াউর রহমানের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পথসভা

আমিনুল ইসলাম: স্টক রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকা মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে সোমবার(১ জানুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া, গোপালনগর, জাহিদনগর, কাঁঠাল, গুচ্ছগ্রাম, গোমস্তাপুর বাজার, ভেড়িবাজার, গোমস্তাপুর বাসস্ট্যান্ড, বিটাবাড়ি, নয়দিয়ারি বাজার, নয়দিয়ারি পশ্চিমপাড়া, পূর্বপাড়া, খোলসি বাজার, চকপুস্তম, বিশুক্ষেত্র গুচ্ছগ্রাম, স্কুলপাড়া, হোগলা, কালিতলা, মোড়ে নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা উচ্চ বিদ্যালয় মাঠে , সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আব্দুল লতিফ এর সভাপতিত্বে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
হুমায়ূন রেজা, চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ ও সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ, জামাল উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ, সাবিহা শবনম কেয়া, সংরক্ষিত সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ও সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, গোলাম কিবরিয়া হাবিব, চেয়ারম্যান, চৌডালা ইউনিয়ন পরিষদ,কমল চক্রবর্তী, দপ্তর সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ, রফিক বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ, অ্যাডভোকেট এনামুল হক, সদস্য, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ,
আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক, গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ,
নাজমুল হক, সভাপতি, ৩ নং ওয়ার্ড গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ,
কাওসার আহমেদ সাগর, সাবেক সভাপতি, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ,
জুবায়ের আলম কিরণ, সভাপতি, গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগ, ইমন রেজা, সাধারণ সম্পাদক, গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগ। সঞ্চালনায়ঃ আনোয়ার জাহান, প্রধান শিক্ষক, হোগলা উচ্চ বিদ্যালয়।আরও উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ এবং স্থানীয় আদিবাসী নেতা-কর্মীবৃন্দ।