নিজস্ব প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মৃত তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের চক বহরমের মৃত ইসমাইল হকের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তোফাজ্জল। সকালে বাগানের ভেতর আগুনের ছাইয়ের স্তুপের ওপর তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার আলামত মুছে ফেলতে তোফাজ্জলের গায়ে সরিষার খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মূল ঘটনা উদ্ঘাটনে সিআইডি ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছে।