সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
দেশের ওপর দিয়ে বইছে মহামারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। নতুন বছরের শুরু থেকে প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। একইসঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুও। সংক্রমণ মোকাবিলায় প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের মাস্ক বিতরন ও জনসচেতনতা বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাসিডাঙ্গী এলাকায় সাধারণ জনগন ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।এ সময় সচেতনতা বৃদ্ধিতে দিক নির্দেশনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা বলেন,করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে হবে।মাস্ক ব্যাবহারে করোনাভাইরাস কম ছড়ায়।এছাড়া নিরাপদ দুরুত্ব ও সাবান দিয়ে হাত ধুতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার,সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আজাদ খান সহ প্রমূখ।