ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে
পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃশামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্যা, চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমরা ইতোমধ্যে চরভদ্রাসন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ সফলভাবে বাস্তবায়ন করেছি।১লা নভেম্বর থেকে ৩০শে জুন পর্যন্ত মোট আট মাস জাটকা সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে পদ্মা নদীতে এবং বিভিন্ন বাজারে অভিযান চলমান। জাটকা সংরক্ষণের গুরুত্ব হিসেবে সাধারণ মানুষ,জেলে,মৎস্যজীবী, আড়ৎদারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সভা এবং বিভিন্ন প্রশিক্ষণে জাটকা সংরক্ষণ বিষয়ক সেশন যুক্ত করে জাতীয় মাছ ইলিশ রক্ষায় আমাদের সকলের যে ভূমিকা রয়েছে সেটা আর আমাদের কারো অজানা নয়।কয়েকদিন পরেই জাটকা ধরা থেকে বিরত থাকা ৪৯৫ জন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে। ইলিশ মাছ এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকল প্রকার অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের চলমান অভিযান অব্যাহত থাকবে।