নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ ভারতের উড়িশ্যা ও অন্ধ প্রদেশের দিকে এগিয়ে যেতে থাকলেও, গতিপথ পরিবর্তন করে সেটি বাংলাদেশের দিকে আসে কিনা, সেজন্য প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চলেছে বাংলাদেশ আবহাওয়াবিদগন।
বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থার (ইএসসিএপি) তালিকা অনুযায়ী, এই ঝড়ের নাম প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি নাম করন হওয়ায় আরবি শব্দের ব্যবহারে নাম হয়েছে জাওয়াদ, অাভিধানিক অর্থে জাওয়াদের বাংলা অর্থ উদার, কিংবা দানশীল।
০৪ ডিসেম্বর শনিবার সকাল থেকে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের আকাশ মোহাচ্ছন্ন, সকাল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। বর্তমানে জাওয়াদের শক্তি হ্রাস পাচ্ছে এ জন্য বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পরিবর্তন না হওয়ার পর্যন্ত সংকেত বহাল থাকবে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তথ্য প্রকাশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে ঘূর্ণিঝড় জাওয়াদ বর্তমানে ভারতের অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আড়াইশো কিলোমিটার দূরে রয়েছে বলে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।