গোলাম রেজাকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা ।
মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জন্মভূমির জন্য জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নোঙ্গর প্রতীতের বিতর্কিত প্রার্থী এস এম গোলাম রেজা নির্বাচনী জনসভায় করুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় প্রতিবাদে ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার সকল মুক্তিযোদ্ধা; মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড এর আয়োজনে উপজেলার চৌরাস্তার মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৭১সালের মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, এ এম সি, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একে ফজলুল হক তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে আমরা দেশ মাতৃকার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে আমরা বাংলাদেশ কে স্বাধীন করে ছিলাম বাংলাদেশের লাল সবুজের পতাকা উপহার দিতে পেরেছি। সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে গোলাম রেজা কর্তৃক বিতর্কিত বক্তব্য রাষ্ট্রদ্রোহী এবং যুদ্ধ অপরাধের শামিল। তাই আমরা তাকে শ্যামনগর ৪ আসন থেকে অবাঞ্চিত ঘোষণা করলাম,
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গনি মুক্তিযোদ্ধা জিয়াদ আলী , উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সম বাহালুল রাজ সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সবুজ মানববন্ধনে বক্তারা বলেন মাতৃভূমির জন্য আমরা লড়াই করেছি এই বিজয়ের মাসে গোলাম রেজা কিভাবে মুক্তিযোদ্ধাদের নিয়ে এই বক্তব্য দিল আমাদের তা বোধগম্য নয় তাই প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব গোলাম রেজার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাকে সাতক্ষীরা ৪ আসন থেকে অবাঞ্চিত ঘোষণা করছি।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।