কালীগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে-জনসমুদ্রই পরিণত

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীর কালিগঞ্জে সাতক্ষীরা-৪ এর নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর সম্বর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান শেখ এনামুল হক ছোট এর সঞ্চালনায় সম্বর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক কাশিমারি ইউপি চেয়ারম্যান গাজী আনিসুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক উপজেলা কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ পিপি অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল,মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাঙ্গীর হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক গন, সাংবাদিক, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক গণ ও বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক। জনসভাটি জনসমুদ্রের পরিণত হয়।