জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ নাজিমগঞ্জ বাজারে সাইদুল বস্ত্রালয় অবৈধ স্থাপনা উচ্ছেদের ভ্রাম্যমান আদালত চলাকালীন ফ্যাসিবাদ সরকার সহ বিভিন্ন সরকারের সুবিধাভোগী দোসর মনিরুল ইসলাম মনি, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, সুরাত আলী মোড়লের নেতৃত্বে নদীর চরে বসবাসকারী সন্ত্রাসী নারী পুরুষ ভাড়া করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসকে ফিল্মস্টাইলে অবরুদ্ধ করে সন্ত্রাসী হামলায় ২ কর্মচারী আহত হয়।
ঘটনাকে ভিন্ন খাতে রূপ দিতে ভাড়াটিয়া সন্ত্রাসী ও নদীর চরে বসবাস কারী ৫০/ ৬০ জন নারী-পুরুষ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে তালা ভাঙ্গা ও দেড় কোটি টাকা লুটের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
গতকাল ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের সাইদুর বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় আহত ২ কর্মচারীকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। সন্ত্রাসী হামলায় আহতরা হল উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অফিসের নিরাপত্তা প্রহরী শহিদুল ইসলাম( ৪০) এবং অফিস সহকারী রনজিত মন্ডল (৩৫) । এ রিপোর্ট লেখা পর্যন্ত সাইদুর বস্ত্রালয়ের মালিক সাইদুল ইসলাম ,সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম সহ ৩০ /৪০ জনের নামে থানায় মামলার প্রস্তুতি চলছিল । পরে বাক-বিতণ্ডতায় জড়িয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস সহ তার কর্মচারীদের উপরে হামলা চালালে ২ কর্মচারী আহত হয়।
ওই সময় সন্ত্রাসীদের তাণ্ডবে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম বন্ধ করে উপজেলা সদরে চলে আসে। প্রসঙ্গতঃ কালিগঞ্জ উপজেলার সন্নিকটে সরকারি পেরি পেরি ভুক্ত নাজিমগঞ্জ বাজারের কোটি টাকার সরকারি খাস জায়গা উজয়মারি গ্রামের সুরত আলী মোড়লের পুত্র সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইদুল মোড়ল ,সিরাজুল মোড়ল এবং মনিরুল মোড়ল বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে শীতলপুর মৌজার বি,আর,এস ১ নং খতিয়ানের ৭৭৮ দাগের প্রায় দেড় বিঘা জমি দখল করে অবৈধভাবে স্থাপনায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ,গোডাউন ,বাসা বাড়ি, তৈরি করে ভাড়া দিয়ে আসছিল । পরবর্তীতে ০.১৬ একর জমির উপর আবারো নতুন করে গোডাউনের ছাদ নির্মাণ করতে গেলে সহকারী কমিশনার (ভূমি) গত ১৪ সেপ্টেম্বর সকালে ঘটনাস্থলে যেয়ে নিষেধ করে আসে । উক্ত নিষেধ অমান্য করে গত ১৫ সেপ্টেম্বর কথিত বিএনপি নামধারী কিছু ক্যাডারদের মোটা অংকের টাকা দিয়ে রাতারাতি ছাঁদ নির্মাণ করে ফেলে। এর প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার গাজী মোহাম্মদ আলী ১৫১ নং স্মারকে মামলা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট অভিযোগ পত্র দাখিল করে। কিন্তু উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানের ঘুষ বাণিজ্যে তা পন্ড হয়ে যায় । যে কারণে বাজারে একের পর এক অবৈধ স্থাপনা তৈরীর হিড়ক পড়ে যায়। সাইদুর বস্ত্রালয়ের মালিক মনিরুল ইসলাম মনি বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের এপিএস খ্যাত দোলনের আত্মীয়তার সুবাদে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এই সমস্ত অবৈধ কার্যক্রম চালিয়ে গেলেও কারোর কিছু বলার সাহস হতো না।
তার আত্মীয় দোলন মারা যাওয়ার পর খোলস পাল্টেয়ে বিগত সংসদ নির্বাচনে বিএম এন এর প্রার্থী এক সময়কার হাসিনা সরকারের ১৪ দলীয় জোটের রূপকার খ্যাত এইচ,এম গোলাম রেজার নোঙ্গর প্রতীক নিয়ে মাঠ চোষে বেড়িয়েছেন। গত ৫ আগস্টের পর অবস্থা বুঝে আবারো ভোল পাল্টে অর্থের বিনিময়ে নিজেকে বিএনপি’র নেতা পরিচয় বিভিন্ন সভা সমাবেশে সেলফি তুলে পোস্ট দেওয়ায় সব কুল এখন হারিয়ে বসেছে । এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান বিষয়টি নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার সাইদুর বস্ত্রালয় মালিক ও সন্ত্রাসীদের নামে মামলার প্রস্তুতি চলছে।